Tuesday, May 17, 2016

A TRUE STORY.

..... একজন রিক্সাওয়ালা আমার পা জড়িয়ে ধরেছে।

আকস্মিক পা ধরায় আমি ভড়কে গেছি। আমি পা টানাটানি করছি, উনি ছাড়বেন না।
কষে ঝাড়ি দিলাম।
পা ছাড়েন, বলে টানাটানি করলাম, উনি উল্টো চেপে ধরেন।
help,people,brotherhood,friends
duronto hasib

অনুরোধ করা, হাতপা চেপে ধরা রিক্সাওয়ালারা সাধারণত বানিয়ে গল্প বলে। মেয়ের বিয়ে দিতে হবে অথবা আজ কোন আয় হয়নি, এক সের চাল কেনার টাকা খুব দরকার। বাসায় তিনজন না খেয়ে বসে আছে টাইপ সাজানো গল্প। এসব গল্পে বৈচিত্র্য নেই।
এই রিক্সাওয়ালাকে কড়া গলায় ধমক দিলাম।
-পা ছাড়েন। আমার সাথে কোন ভংচং চলবে না।
উনি আরো জোরে চেপে ধরলেন। কান্নাকান্না গলায় বললেন,

Saturday, May 14, 2016

Life is full of surprise.

__ রাত তিনটা।

মেয়েটা ঘুমাতে পারছে না।

বিকেল থেকে কাঁদছে। কান্নার কারণ, সারা শরীর ফুলে আছে। একঝাক ভীমরুল কামড়ালে যেরকম ফুলে যায়, সেরকম।

দাতের উপর দাঁত চেপে দশ মিনিট ঘুমিয়ে ছিল। দশ মিনিট পর লাফ দিয়ে জেগে উঠেছে। মনে হচ্ছে চামড়ার নিচে এক দঙ্গল পিপড়া কিলবিল করছে।
একটা ছুরি এনে নিজের শরীরের চামড়াগুলো কুচিকুচি করে কাটতে ইচ্ছা করছে। সারা শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগানোর ইচ্ছা করছে।
মেয়ের বাবা মেয়ের পাশে বসে আছে। দৃষ্টিতে অসহায়ত্ব। মেয়ের মা কান্নাকাটি করছে। মেয়ের চাইতে মায়ের কান্না বেশি।

Wednesday, May 11, 2016

এক অস্টাদশী তরুনীর রুমে শুয়ে আছি।

___এক অস্টাদশী তরুনীর রুমে শুয়ে আছি।


মোটামুটি অভদ্রভাবে শুয়ে থাকা। শোয়ার ধরণ দেখে যে কেউ বিভ্রান্ত হবে। কারেন্ট নাই। কাঠালপাকা গরম পড়েছে। ঘেমে একাকার। গায়ের সমস্ত কাপড় খুলে উদোম হয়েছি। পরনে শুধুমাত্র অর্ধহাটু থ্রি-কোয়ার্টার সাইজের গ্যাভাডিনের ট্রাউজার।

অষ্টাদশী তরুনীর ঘরের কোনায় খাট ফেলানো। টানা খাট। তিনচারজন অনায়াসে শুয়ে থাকতে পারবে। আমি খাটের এক কোনায় শুয়ে পা দুটো আকাশমুখী করে দেয়ালে তুলে রেখেছি।
তরুণীর বাবা রহমান সাহেব কিছুক্ষন পরপর দেখতে আসছেন। ভেতরে ঢুকছেন না। দরজার বাতা ধরে উকিঝুকি দিচ্ছেন। মেয়ের শোবার ঘরে অপরিচিত তেইশ বছরের তরুন আকাশমুখী উল্টো হয়ে ঝুলে আছে, বিষয়টা কোনভাবেই মানতে পারছেন না।

Monday, May 9, 2016

Did you know that Google has found GPA’s and test scores to be “worthless as a criteria for hiring”

A fun fact you probably didn’t know about Google is the fact that the company likes hiring new staff members, who never went to college.


Image Source: TUMBLR
You might think you would need at least a college degree just to be able to become an intern at Google and at least a Master’s degree in order to actually work there. In that case you are terribly wrong, because the tech giant likes hiring new staff without any college degrees.

Sunday, May 8, 2016

___একজন কিশোরীর পোস্টমর্টেম||

___একজন কিশোরীর পোস্টমর্টেম দেখেছিলাম।

 

মৃত কিশোরীর সৌন্দর্য বর্ণনা গুরুত্বপূর্ণ নয়, তবুও বর্ণনা করা হল।
লম্বা এবং শুষ্ক চুল। মনে হচ্ছে কিছুক্ষন আগে শ্যাম্পু করে চুল শুকিয়েছে। মেয়েটা দাঁড়িয়ে থাকলে নিশ্চয় এই চুলে ঢেউ খেলত। টানটান মায়াবী চিবুক। চোখ বন্ধ থাকায় চোখের সৌন্দর্য কেমন বোঝা যাচ্ছেনা।

কিশোরীর মৃত শরীরটাকে টেবিলের উপরে শুয়ে দেওয়া হয়েছে। টানটান করে। মাথার নিচে আধাগজ চৌকাঠ। চৌকাঠটাকে বালিশ হিসাবে ব্যবহার করা হয়। আমি জানি না কতজন মৃত মানুষের বালিশ হবার ভয়ংকর অতীত আছে এই কাষ্ঠদন্ডের।
কিশোরীর সারা শরীর ফিনফিনে পাতলা সাদা ওড়নায় ঢাকা। বেঁচে থাকার সময় সম্ভবত এই সাদা ওড়নাটি কিশোরী পরত।

HAPPY MOTHER DAY

You’ve seen me cry,
And always you were there,
By my side.
You were there for the ups,
And you stayed for the downs,
You gave me many smiles,


Friday, May 6, 2016

Friends in Heaven

Author unknown
 
An old cowboy was riding his trusty horse followed by his faithful dog along an unfamiliar road. The man was enjoying the new scenery, when he suddenly remembered dying, and realized that the dog beside him had been dead for years, as had his horse.

Confused, he wondered what was happening, and where the trail was leading them.
After a while, they came to a high, white stone wall that looked like fine marble. At the top of a long hill, it was broken by a tall arch topped by a golden letter "H" that glowed in the sunlight. Standing before it, he saw a magnificent gate in the arch that looked like mother-of-pearl, and the street that led to the gate looked like gold.